মাহি, গাউসুল আজমের স্ত্রী। রীতিমতো গাউসুল আজম তার স্ত্রীর কাছে দুর্বল। না না, ওই দুর্বল না। গাউসুল আজমের একটা দুর্বল জায়গা আছে। প্রতিনিয়ত সেই দুর্বল জায়গায় মাহি আঘাত করে।
আগে এরকম ছিল না। প্রতিবেশী ভাবিদের সুপরামর্শে মাহি এরকম করে আর কি। যদিও প্রতিবেশী ভাবিরা মাহিকে ইউজ করছে আর ফালপেরে হাসছে সেটা মাহি এখনও বুঝতে পারছে না। ইদানীং মাহি এবং পাড়ার ভাবিদের সখ্যতাও বেশ গড়ে উঠেছে।
আসা-যাওয়া, গল্প, আড্ডাও বেশ মেতে উঠেছে। সঙ্গে কয়েকটা বাংলা মদের বোতল আর দু’একজন পুরুষ নর্তকী থাকলে আড্ডাটাও বেশ জমকালো হইতো। যদিও পাড়ার ভাবিরা তাদের ব্যবহার করছে, সময়ে-অসময়ে মাহিদের প্রতিপক্ষ হয়ে দাঁড়ায়; তবু মাহি এখন তাদেরই পক্ষে।
আসলেই মাহি আগে এরকমটা ছিল না। ওই যে বললাম, ওনার হাসবেন্ড এর দুর্বল পয়েন্টে তিনি আঘাত হানে। আর এটাও সে করতো না, যা করে প্রতিবেশী ভাবিদের সুপরামর্শের জন্য।
সুপরামর্শগুলো একরকমটা হতে পারে- এখন তো তুই রাজা, তোকে আর কেউ কিচ্ছু করতে পারবে না, কিছু কইতেও পারবে না। আরেকজন তো বাহিরে থাকে, বচ্ছরে তিন/চারবার বাড়িতে এসে মাজিস্ট্রেটের মত ঘুরে যায়। আর তোর হাসবেন্ডর ওই দুর্বল পয়েন্টটা কাজে লাগিয়েই তুই এভাবে চলবি।
যেই বলা সেই কাজ। রীতিমতো বাড়িতে ওভাবে চলছে। শাশুড়ী’র সঙ্গে আর বনিবনা নেই। শাশুড়ী মনে করেন নিজের বেটি, মাহি মনে করেন জল্লাদ শাশুড়ী। হিংসাবৃত্তি বৃদ্ধি পেতে শুরু করে। আস্তে আস্তে এটার সীমাবদ্ধ অতিক্রম হয়ে যায়। গাউসুল আজমও এখন বৌ পাগল হইয়া গেছে। কারণ ওই যে, মাঝ রাতে স্ত্রী দুর্বল পয়েন্টে টুক কইরা আঘাত হানে।
ঠিক আছে, ওই দুর্বল পয়েন্টর জন্য আপনি কাবু হইয়াছেন; সবাই তা মাইনা নিছে। কিন্তু সেজন্য যে গর্ভধারিণী ‘মা’কে এভাবে কটু কথা বলবেন, বেশ্যাদের তালিকায় রাখবেন এটা কখনও কেউ আশা করেনি। যদিও এগুলা গাউসুল আজমের কঠিন দোষ না, বাড়ির ছোটন মনে করেন, এগুলা বেশির ভাগই বাড়ির কর্তাজীর সুফল।
এই হলো বুদ্ধিমানদের কাজ। বেশি’ই বোঝে বেশি’ই বাঁশের লাড়া খায়। আরে পাগলা, বউ ভালোবাসিস ভালো কথা। এজন্য বউয়ের আঁচলের তলায় থাকতে হবে এমটাও কোন ধর্মে লেখা নেই। আজকে তোর প্রতিবেশীই আপন হইয়া গেল, সুপরামর্শ ধারণকারী হইয়া গেল। যেদিন আবারও ওই প্রতিবেশী ভাবিরা তোর আর তোর স্ত্রীর পুট*কি মাইরা ছাঁদে উঠাইয়া দিবো সেদিন বুঝতে পারবি, কেবল সময় গড়ালেই সম্ভব।
পাগলা, বউ গেলে বউ পাওন যায় রে; ‘মাও’ গেলে ‘মাও’ পাওন যায় না!!!
―রাহিনুল এইচ. ইমরান (ইউজেস ছদ্মনাম, ফাইন্ড আসল নাম)