অস্বস্তি
―রাহিনুল এইচ. ইমরান
অতিথি পাখি তুমি কও মোরে কোথায় যাবে?
যদি চাও নিতে, যেতে চাই আমিও এমন প্রাসাদ ছেড়ে!
তুমি কেবল খাইতে নয়, যাও বরং বাঁচার জন্যও বটে,
আমি চাই সুখের নির্ঝর ভালোবাসা খুঁজতে!
এখানে সেখানে সব জায়গাতেই তোমার সুখের ঘাটতি,
আমারও তাই একই অবস্থা-
চারপাশে বিশৃঙ্খলা, সবকিছুতেই অস্বস্তি!