পুরোনো স্মৃতি বড্ড অভিমানী

“পুরোনো স্মৃতি বড্ড অভিমানী।”
―রাহিনুল এইচ. ইমরান

শৈশবকে মনে আছে? আর কি ফিরবে?
হয়তো ফিরবে কিন্তু ভিন্ন রূপে!
সে সময় ছোট বেলার মত
লাফালাফি করে হাঁটতে পারবে না ঠিক
কিন্তু লাঠি সাহায্যে হাঁটবে।

কামড়ে খেতে পারবে না ঠিক
কিন্তু চিবিয়ে চিবিয়ে খাবে।
খেলাধুলা করতে পারবে না ঠিক
কিন্তু বাচ্চাদের খেলা দেখবে এবং
স্মৃতিতে স্মৃতিতে খেলবার বাসনা জাগবে।

আর নুয়ে পড়া অশ্রু সিক্ত চাহনিতে বলবে-
পুরোনো স্মৃতিগুলো বড্ড অভিমানী।
একবার গেলে না, আর ফিরতে চায় না!
এরকমই,
কতগুলো মুহুর্ত আমাদের বেলায়’ও ছিল।

সঙ্গতা

সন্ধ্যা ঘনাতেই পাখিরা বিরতি নেয় আর শুরু হয় ভূ-প্রকৃতির ক্ষুদ্র প্রাণের ডাক।
সকাল-সন্ধ্যের সঙ্গতা জগতের শ্রেষ্ঠ সঙ্গতা, আরামদায়ক মুহূর্ত।
―রাহিনুল এইচ. ইমরান

অস্বস্তি

অস্বস্তি

―রাহিনুল এইচ. ইমরান

অতিথি পাখি তুমি কও মোরে কোথায় যাবে?
যদি চাও নিতে, যেতে চাই আমিও এমন প্রাসাদ ছেড়ে!

তুমি কেবল খাইতে নয়, যাও বরং বাঁচার জন্যও বটে,
আমি চাই সুখের নির্ঝর ভালোবাসা খুঁজতে!

এখানে সেখানে সব জায়গাতেই তোমার সুখের ঘাটতি,
আমারও তাই একই অবস্থা-
চারপাশে বিশৃঙ্খলা, সবকিছুতেই অস্বস্তি!

বিউটি

কেউ কখনও অসুন্দর হয় না। আমরা প্রত্যেকেই কারও না কারও দৃষ্টিতে প্রিয় এবং সুন্দর।

―রাহিনুল এইচ. ইমরান