“পুরোনো স্মৃতি বড্ড অভিমানী।”
―রাহিনুল এইচ. ইমরান
শৈশবকে মনে আছে? আর কি ফিরবে?
হয়তো ফিরবে কিন্তু ভিন্ন রূপে!
সে সময় ছোট বেলার মত
লাফালাফি করে হাঁটতে পারবে না ঠিক
কিন্তু লাঠি সাহায্যে হাঁটবে।
কামড়ে খেতে পারবে না ঠিক
কিন্তু চিবিয়ে চিবিয়ে খাবে।
খেলাধুলা করতে পারবে না ঠিক
কিন্তু বাচ্চাদের খেলা দেখবে এবং
স্মৃতিতে স্মৃতিতে খেলবার বাসনা জাগবে।
আর নুয়ে পড়া অশ্রু সিক্ত চাহনিতে বলবে-
পুরোনো স্মৃতিগুলো বড্ড অভিমানী।
একবার গেলে না, আর ফিরতে চায় না!
এরকমই,
কতগুলো মুহুর্ত আমাদের বেলায়’ও ছিল।